Scan barcode
A review by meowreads_94
হারানো সূর্যের খোঁজে by Anirban Ghosh
adventurous
informative
mysterious
medium-paced
3.75
হুট করেই বইটা হাতে এসেছে। না জেনে শুনে নতুন লেখকের লেখা পড়তে বসলাম গতকালকে। মিশর নিয়ে একটা ধুকপুকানি আজীবনই সঙ্গী হয়ে আছে। কদিন আগে আবার এক বন্ধু পিরামিডের দেশে ঘুরে এসেছে। ফেসবুকে তার ছবির দিকে জুলজুল করে তাকিয়ে ছিলাম বেশ অনেকক্ষণ। তাই বুঝি নাম আর প্রচ্ছদ দেখেই হাতে তুলে নিয়েছিলাম এই বইখানা।
তা এমন লেখা এর আগে উইল্বার স্মিথ ছাড়া আর কারো পড়িনি তেমন। মানে তুলনাটা জমলোনা ঠিক। যা বুঝাতে চাচ্ছি তাও ঠিকমতো বুঝাতে পারছি কই। তবে গল্পের গরু গাছে না তুলে লোকগল্প, ধর্ম, কল্পনা আর বিজ্ঞান এর য সালাদ হয়েছে তা চাখতে বেশ ভাল লাগে।
এ গল্পের মূল নায়ক নায়িকাকে আপনারা চেনেন বোধয়। ঋষি অগ্যস্ত আর তার স্ত্রী লোপামুদ্রাকে তো হিন্দু পূরাণ থেকেই চিনবার কথা। এটুকু পড়ে ভাবছেন যাচ্ছিলাম মিশর আর থামলাম এসে ভারতবর্ষে? এখানেই তো কারসাজি। তা এ গল্পে বিজ্ঞানের নব নব আবিষ্কার আছে, দুর্গম পথে যাত্রা আছে, বিশ্বাসঘাতকতা, হত্যা, রহস্য, ফারাও, নীলনদ সব আছে আর আছে এক্টুখানি ভারতের ইতিহাসের ছোঁয়া। মন্দ নয়।
তা এমন লেখা এর আগে উইল্বার স্মিথ ছাড়া আর কারো পড়িনি তেমন। মানে তুলনাটা জমলোনা ঠিক। যা বুঝাতে চাচ্ছি তাও ঠিকমতো বুঝাতে পারছি কই। তবে গল্পের গরু গাছে না তুলে লোকগল্প, ধর্ম, কল্পনা আর বিজ্ঞান এর য সালাদ হয়েছে তা চাখতে বেশ ভাল লাগে।
এ গল্পের মূল নায়ক নায়িকাকে আপনারা চেনেন বোধয়। ঋষি অগ্যস্ত আর তার স্ত্রী লোপামুদ্রাকে তো হিন্দু পূরাণ থেকেই চিনবার কথা। এটুকু পড়ে ভাবছেন যাচ্ছিলাম মিশর আর থামলাম এসে ভারতবর্ষে? এখানেই তো কারসাজি। তা এ গল্পে বিজ্ঞানের নব নব আবিষ্কার আছে, দুর্গম পথে যাত্রা আছে, বিশ্বাসঘাতকতা, হত্যা, রহস্য, ফারাও, নীলনদ সব আছে আর আছে এক্টুখানি ভারতের ইতিহাসের ছোঁয়া। মন্দ নয়।