A review by meowreads_94
তিথিডোর by Buddhadeva Bose

4.0

সুন্দর, কিন্তু শেষের দিকে বড্ড একঘেয়ে। বিয়ের বর্ণনার কথা বলছিনা, বরং তার একটু আগে থেকেই। প্রথম অংশটুকু বরং মুগ্ধ করে বেশ। সংসারের গল্পগুলো তো বোধয় সবসময়ই সুন্দর আর মনোমুগ্ধকর হয়। এতদিন পড়িনি কেন তা একটু বিস্ময়কর। সম্ভবত বুদ্ধদেব গুহ আর বসুর মধ্যে তালগোল লেগে যাওয়ায়।