Scan barcode
A review by meowreads_94
আমি সিরাজের বেগম by Sree Parabat
adventurous
sad
medium-paced
বই দেখলাম কারো বেশ ভাল লেগেছে কারো কারো যাচ্ছেতাই। আমি এত ভাল ভাল আর গবেষণানির্ভর ঐতিহাসিক ফিকশন পড়েছি যে এটা সেই মাপে একদম নবীশ লাগলো। কোন বইয়ের বা কিছুর তালিকাও পেলাম না বইয়ের শুরুতে বা শেষে যাতে ফিকশনের কোন তথ্যগুলো সত্য, কোনগুলো কল্পনার হোলিতে রঙিন বোঝা যেত খানিকটা। তাই যারা পড়ছে তাদের কাছে অনুরোধ ফিকশন এবং সত্যের মাঝের রেখাটা ধরবার চেষ্টা করলে ভাল হয়। নাহলে কিন্তু বিপদ!