You need to sign in or sign up before continuing.
Scan barcode
A review by meowreads_94
সপ্তরিপু by রবিন জামান খান
adventurous
mysterious
fast-paced
এই বয়সে এসে (এহহ! মনে হচ্ছে কত না বুড়ি হয়ে গেলাম আমি) লেখকরা যদি পড়াশোনা করে বই না লিখেন তাহলে খুব খারাপ লাগে। রবিন জামান খানের ইতিহাসনির্ভর ফিকশন পড়তে গেলে এই বিরক্তি বা মন খারাপ থেকে মুক্ত থাকতে পারি এটা একটু স্বস্তিদায়ক ব্যাপার। এর আগে লেখকের ২৫ শে মার্চ পড়েছিলাম। কাহিনী মনে নেই বেশি, কিন্তু খুব ভাল লেগেছিল। ঐ সময়টায় বোধয় অত ঐতিহাসিক থ্রিলার লেখা শুরুও হয়নি। এই বইটি পড়েও খুব আরাম পেলাম। শুধু এই সময়ের প্রটাগনিস্ট এর অতীতে লেখক এত কম জোর দিলেন কেন? এই একটা প্রশ্ন বাদে বাকি সব প্রশ্নের উত্তর পেয়েছি ভালমতোই। ২০২৪ এর প্রথম পড়ে শেষ করা বইটা যে ৫ তারা পেল- এও কি কম শান্তির?
ঠগী নিয়ে এর আগে খুব অল্প পড়েছি। যা পড়েছি মনে হচ্ছে সেখানে ঠগীদের নিত্যজীবনের ব্যবহৃত শব্দ, আচার নিয়ে সহজ করে লিখেনি। এই বইটি ফিকশন হলেও লেখকের রিসার্চ সাহায্য করেছে যা আগে বুঝতে পারিনি তা বুঝতে। আর সবচেয়ে ভাল লেগেছে নন ফিকশন জগতের উইলিয়াম হেনরি স্লিম্যান বা থাগী স্লিম্যান কে ফিকশনের জগতে উপস্থাপন করবার বিষয়টা। আনন্দের কথা এই সিরিজে বিভিন্ন টাইমলাইনের উপর আরও বই সামনে আসছে। সেগুলো পড়বার জন্য এখন অধীর আগ্রহে বসে থাকবো।
ঠগী নিয়ে এর আগে খুব অল্প পড়েছি। যা পড়েছি মনে হচ্ছে সেখানে ঠগীদের নিত্যজীবনের ব্যবহৃত শব্দ, আচার নিয়ে সহজ করে লিখেনি। এই বইটি ফিকশন হলেও লেখকের রিসার্চ সাহায্য করেছে যা আগে বুঝতে পারিনি তা বুঝতে। আর সবচেয়ে ভাল লেগেছে নন ফিকশন জগতের উইলিয়াম হেনরি স্লিম্যান বা থাগী স্লিম্যান কে ফিকশনের জগতে উপস্থাপন করবার বিষয়টা। আনন্দের কথা এই সিরিজে বিভিন্ন টাইমলাইনের উপর আরও বই সামনে আসছে। সেগুলো পড়বার জন্য এখন অধীর আগ্রহে বসে থাকবো।